শেষ নেই

বাদল সরকারের

Unending

by

Badal Sircar

We will love to hear back from you!

ENAD is excited to present Badal Sircar's Unending (শেষ নেই) for the first time in the San Francisco Bay Area, celebrating the playwright's centenary.

Badal Sircar, one of India’s most celebrated playwrights, brings to life the story of a successful man and the toll his success takes on him and those close to him. His thought-provoking play encourages deep reflection on the cost of ambition.

The play, Shesh Nai, or Unending, was written in 1969, i.e 55 years ago. Some suggest that it recounts Badal's internal strife between his values and pursuits. The protagonist's journey serves as a form of his self-reflection. But upon closer reading and pursuation, we realized that it is an unerring reflection of today’s fabric of society. Our presentation therefore tells a story of our time. In today's world, we are all caught up in reckless races toward an all-encompassing desire for prosperity. So much so that we become oblivious to why we began this race in the first place; joy of living quietly slips away from us. At a certain juncture in life, all of a sudden we come face to face with ourselves, question our relentless self-centered pursuit of our calling. Are we guilty of being comfortably numb about our actual responsibilities? This inner struggle transcends time and geographic boundaries. Thus, it is unending.

This play creates a curious fusion of abstract and realism. In this birth centenary year of Badal Sircar, let us pay homage to this great playwright while watching our own reflections in the mirror on this stage

বাদল সরকার এর শেষ নেই ১৯৬৯ সাল, অর্থাৎ ৫৫ বছর আগে লেখা নাটক। অনেকে বলেন এই নাটক বাদল সরকার এর জীবন থেকেই নেওয়া। তাঁর নিজের ভেতরের ঘাত প্রতিঘাতই নাকি ধরা পড়েছে নাটকের মুখ্য চরিত্রের ক্রম বিবর্তনের মধ্যে। কিন্তু এই নাটক পড়তে গিয়ে এবং করতে গিয়ে আমাদের মনে হয়েছে এ নাটক যেন আমাদেরই প্রতিফলন, - আমাদের কাহিনী তাই বর্তমান সময়ে। আজকের দুনিয়ায় আমরা সবাই সাফল্যের ঘোড়দৌড়ে অন্ধ ছুটে চলি, ভুলে যাই কেন আমরা দৌড়তে শুরু করেছিলাম, কিসে আমাদের যথার্থ আনন্দ। জীবনের কোনো এক বাঁকে এসে হঠাৎই আমরা নিজেদের মুখোমুখি হই, প্রশ্ন ওঠে যে আত্মকেন্দ্রিক স্বার্থ চিন্তা কি সত্যিই আমাদের একমাত্র দায়বদ্ধতা? আর সে বিচারে আমরা কি দোষী সাব্যস্ত হবো না নির্দোষ। এই যে অন্তর্দ্বন্দ্ব এর কোন সময় কাল হয় না, দেশ বা বিদেশের গণ্ডী হয় না। এই নাটকের উপজীব্য তাই চিরকালীন। তার শেষ নেই।

এখানে তাই বাস্তব আর রূপক মিলে মিশে একাকার। আসুন বাদল সরকারের জন্ম শতবার্ষিকী তে তাঁর এই বিশেষ নাটক শেষ নেই এর মাধ্যমে শুধু তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন নয়, আমি, আপনি, আমরা সবাই, আয়নায় নিজেদের প্রতিফলন দেখি।

Playbill